আধুনিক সমাজের নানান চাহিদায় দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের সহজাত পরার্থপরতা। একটা শিশু বিশাল হূদয় নিয়ে জন্মালেও এই সমাজ একসময় তাদের স্বার্থপর দৈত্যে পরিণত করছে। ‘কনজিউমারিজম’ বা ভোক্তা-সংস্কৃতিতে অভ্যস্ত হওয়ার মধ্য দিয়েই শিশুরা এই নেতিবাচক পরিবর্তনের পথে হাঁটতে শুরু করে। কোমলমতি একটা শিশুর পরার্থপরতা, মানুষ হিসেবে বেড়ে ওঠার সম্ভাবনার মৃত্যু ঘটতে থাকে, লোভ আর উদ্বেগের চাপে হাঁসফাঁস করতে শুরু করে সে। একসময় ওই শিশুই সামাজিক চাপে ন্যুব্জ এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে ওঠে।...

